আবেদনের কি কি তথ্য থাকতে হবেঃ
১. যে ইউনিয়ন পরিষদে আবেদন কা হয়েছে তার নাম ও ঠিকানা
২. আবেদনকারীর নাম,ঠিকানা ও পরিচয়
৩. প্রতিবাদীর নাম ঠিকানা ও পরিচয়
৪. যে ইউনিয়নের অপরাধ সংঘটিত হয়েছে অথবা মামলার কারণ সৃষ্টি হয়েছে তার নাম-
৫. ঘটনা সৃষ্টির কারন, ঘঠনার স্থান, ইউনিয়নের নাম, ঘঠনার তারিখ ও সময়
৬. অভিযোগ বা দাবির সংক্ষিপ্ত বিবরণ, প্রকৃতি ও ক্ষতির পরিমান
৭. প্রার্তিত প্রতিকার
৮. স্বাক্ষীর নাম ঠিকানা ও পরিচয়।
উল্লেখিত তথ্য সম্বলিত সাদা কাগজে আবেদন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস