গত ২৬শে জুলাই ২০১৫ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে শুরু হয়েছে “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট”। ১৫ দিন ব্যাপী এই প্রকল্পে ২০ জন নারী বা মহিলাকে বেসিক কম্পিউটারের প্রশিক্ষন দেয়া হবে। প্রত্যেক প্রশিক্ষাণার্ত্তীকে শিক্ষা উপকরণ যথাঃ ব্যাগ,ফাইল ফোল্ডার,খাতা,কলম ও ম্যানুয়াল ইত্যাদি বিতরনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষাণার্ত্তীকে যাতায়াত সম্মানী বাবদ ২০০ টাকা হারে দেয়া হবে এবং সারাদিনের খাবারের ব্যবস্থা এই প্রকল্পটি বহন করবে। প্রশিক্ষন শেষে সবাইকে সনদসহ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩ জনকে ইন্টারনেট মোডেম দেয়া হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি),রাজনগর। তিনি বাংলাদেশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে এবং এই ধরনের প্রশিক্ষণকে স্বাগত জানান। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন উক্ত ইউনিয়ন এর চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু। এই প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হচ্ছে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন।
লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টটি বাংলাদেশ ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর একটি প্রকল্প যার মাধ্যমে সাড়া বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই প্রশিক্ষনের আয়োজন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস