এক নজরে
মৌলভীবাজার জেলার,রাজনগর উপজেলার খুবই নিকটে দাড়িয়ে আছে ৩৮টি গ্রামের মধ্যে স্থানে অবস্থিত “পাঁচ গাঁও”ইউনিয়ন পরিষদ। শিক্ষা,সংস্কৃতি,ধর্মীয়,অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক) নামঃ- ৪নং পাঁচ গাঁও ইউনিয়ন পরিষদ।
খ) আয়তনঃ- ৭৪০৬.৯৪ একর।
গ) লোক সংখ্যাঃ- ২২৫৬৭ জন।
ঘ) গ্রামের সংখ্যাঃ- ৩৮টি।
ঙ) মৌজার সংখ্যাঃ- ২৪টি
চ) স্বাস্থ্য সম্মত পায়খানাঃ- ৭৩%।
ছ) হাট/বাজার সংখ্যাঃ- ৪টি।
জ) খানার সংখ্যাঃ- ৪৩১৬টি।
ঝ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ-সিএনজি,বাস।
ঞ) শিক্ষার হারঃ- ৫০.৩%
ট) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ- ১১ টি।
ঠ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ-৬টি।
ড) উচ্চ বিদ্যালয়ঃ-১টি(পাঁচ গাঁও উচ্চ বিদ্যালয়),নিম্ন মাধ্যমিক ২টি (আরমান ও বি এস কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়)।
ঢ) জে,এস,সি ও এস,এস,সি পরিক্ষার কেন্দ্রঃ- নাই।
ণ) কলেজঃ- ১টি(মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ-পাঁচ গাঁও)।
ত) মাদ্রাসাঃ- ২টি।
থ) দায়িত্বরত চেয়ারম্যানঃ- বাবু মিহির কান্তি দাস মঞ্জু।
দ) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থানঃ- ৩টি।
ধ) ইউপি নতুন ভবন স্থাপিত কালঃ- সাল ২০০৮ইং।
ন) নবগঠিত পরিষদের বিবরনঃ-
শপথগ্রহনের তারিখঃ- ৩১-০৭-২০১১ ইং,
প্রথম সভার তারিখঃ- ০৫-০৮-২০১১ ইং।
প) মেয়াদ উত্তীর্নের তারিখঃ- ০৫-০৮-২০১৬ ইং।
ফ) হাওরঃ- ১টি(কাউয়াদিঘী)।
ব) গ্রাম সমূহের নামঃ-
ধূলিজুড়া,কেওলা,ঢেওরবন্দ,উঃসারমপুর,দঃসারমপুর,শ্রীভোগ,দেবীপুর,উতাইসার,পৈতুরা,দুগাঁও,কানাইকুল,উঃপাঁচগাঁও,দঃপাঁচগাঁও,
শত্রুমর্দন,নওয়াগাঁও,রক্তা,খালদার,ইসলামপুর,আমীরপুর,জালালপুর,বাগেশ্বর,পেটুগাঁও,খুসকীপুর,ভূমিউড়া,টেকারবন্দ,সুরানন্দ,
রাজখলা, পশ্চিমভাগ,কানিকিয়ারী,উঃকুবঝাড়,দঃকুবঝাড়,শস্যসুতা,বাদেকুবঝাড়,বাতিরকোনা,বানাইত,বাহাদুরগঞ্জ,বড়গাঁও,
চকিরাঐ।
ভ) ইউনিয়ন পরিষদের জনবলঃ-
নির্বাচিত পরিষদ সদস্যঃ- ১৩ জন(চেয়ারম্যান সহ)।
ইউনিয়ন পরিষদ সচিবঃ- ১ জন।
ইউনিয়ন গ্রাম পুলিশঃ- ৯ জন।
ইউনিয়ন দফাদারঃ- ১জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS